|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুর পুলিশ সুপারের ট্রাফিক বিভাগের সাথে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মত বিনিময় সভা: DBO-NEWS
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৩
দিনাজপুর জেলা পুলিশ সুপারর আয়োজনে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ মতবিনিময় সভার সভাপত্বিত করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম মহোদয়।
এ অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন,রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা আরও বেশি সুষ্ঠু ও সুন্দর এবং নিরাপদ করতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসন করতে হবে। যাহাতে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন হয় এ লক্ষেই ট্রাফিক পুলিশকে কাজ করতে হবে।
সে সময় উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),দিনাজপুর, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সহ টিআই,সার্জেন,এটিএসআইগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.