শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

মতলব উত্তরে কৃষি ও সেচ বিষয়ে স্টেকহোল্ডার দের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে কৃষি ও সেচ বিষয়ে স্টেকহোল্ডার দের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম স্যার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মতলব উত্তর এর সঞ্চালণায় সভায় স্বাগত বক্তব্যে মতলব উত্তর উপজেলার কৃষকেদের পক্ষে “কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর উপজেলা,চাঁদপুর” এর সভাপতি মোঃ আতাউর রহমান সরকার ও বীজ চার উৎপাদন ও বিপণন বিষয়ক সম্পাদক হেলাল শিকদার কৃষকদের সমস্যা ও সমাধানের পরামর্শ সমূহ তুলে ধরেন। মো: আতাউর রহমান সরকার বলেন, সেচ ও নিষ্কাশন নিষ্কাশন ব্যবস্থা আরো সম্প্রসারণ করে বোরো পাশাপাশি অনাবৃষ্টিজনিত কারণে আউস- আমন মৌসুমে জরুরী সেচ সুবিধা প্রদান ও
সেচ প্রদানের সময় সূচী আগাম প্রচারের ব্যবস্থা করার অনুরোধ জানান। তিনি বলেন,এতে আমরা সঠিক পরিকল্পনা অনুযায়ী চাষাবাদ করতে পারব। আমরা যদি সঠিক সময়ে পানি পাই,তাহলে অধিকাংশ জমিতে তিন ফসল ধান সহ রবিশস্য উৎপাদন সম্ভব।

তিনি আরও বলেন, নিষ্কাশন খাল খননের পাশাপাশি যেসব এরিয়ায় বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাঁধা প্রাপ্ত হচ্ছে এসব এরিয়ায় ছোট্ট কালবার্ট নির্মাণের ব্যবস্থা সহ অবৈধ খাল দখল উচ্ছেদ করতে হবে।

এছাড়া অবৈধ ভাবে নিষ্কাশন খালে মাছ চাষ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষি জমিতে অপরিকল্পিত বনায়ন ও বসতবাড়ি নির্মাণে একটি কার্যকরী পরিকল্পনা গ্রহণ করতে হবে নইলে ভবিষ্যতে কৃষি জমি ধ্বংস হয়ে যাবে।

যেসব এলাকায় সেচের পানি পৌছায় না সেসব এলাকার জন্য এলএলপির ব্যবস্থা করা,
মতলব উত্তরে প্রতিনিয়ত সব্জি আদানি করতে হচ্ছে তাই কৃষকদের উৎপাদনের আগ্রহ বাড়ানোর জন্য প্রণোদনার অংশ হিসাবে সবজির খাজনা মওকুফ,
উপজেলা ও মেঘনাধনোগোদা সেচ প্রকল্পের সেচ কমিটিতে তরুণ কৃষি উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এছাড়া কিছু জাতীয় সমস্যা
যেমন উৎপাদনের উপকরণের উর্ধগতির সাথে সরকারি খাদ্য গুদামে ধানের দাম সমন্বয় করা,কীটনাশক বিশেষ করে ছত্রাক নাশক এর দাম কমানোর জন্য শুক্ল পরিহার,
নিজ দেশে উন্নত জাতের বীজ উৎপাদন আরো সম্প্রসারণ করে আমদানি ব্যয় কমানো,কৃষি পন্য রপ্তানি জটিলতা কমানো, মাটি পরীক্ষা গবেষণাগার আরো বৃদ্ধি করার অনুরোধ জানান।

উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন কৃষির অগ্রগতি ও বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি বলেন মতলব উত্তর কৃষি উৎপাদনের জন্য অসম্ভব একটা জায়গা।কিন্তু সামান্য পরিকল্পনার অভাবে সঠিক ভাবে চাষাবাদ হচ্ছে না। আশাবাদী মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রীর হাতের ছোঁয়ায় সাম্প্রতিক একনেকে পাশ হওয়া ৩শত ৪৭ কোটি ৫৯ লক্ষ্য টাকার প্রকল্পের সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে মতলবে কৃষি বিপ্লব হবে। এজন্য তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন। এছাড়া সারাবছর জরুরি সেচ সুবিধা ও কিছু এলএলপির মাধ্যমে সেচ বহিভূত এলাকায় সেচ প্রদানের জন্য চাহিদা দেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম বলেন, পাশ কৃত প্রকল্প সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি। আমি আমার এলাকার কৃষি উন্নয়নের জন্য মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে প্রকল্পটি পাশ করিয়েছি। এর সঠিক বাস্তবায়ন চাই। শুধু এই প্রকল্প নয় ইতিমধ্যেই মতলব উত্তর দক্ষিণে দুটি হর্টিকালচার সেন্টার অনুমোদন দেওয়া হয়েছে, শীঘ্রই এর কার্যকর বাস্তবায়ন হবে। এতে মতলব ফুলে ফলে গাছগাছালিতে পূর্ণ হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির প্রতি নমনীয় সেজন্যই এতো বড়ো প্রকল্প পাশ করা সম্ভব হয়েছে।
তিনি সারা বছর সেচ কার্যক্রম চালু রাখার জন্য পানি উন্নয়ন বোর্ড কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আরো বক্তব্য রাখেন মো: জাকির হোসেন নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর , নির্বাহী প্রকৌশলী মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,কৃষি উদ্যোক্তা মো: হেলাল শিকদার, জেলা পরিষদ সদস্য সরকার আলাউদ্দিন, নুরমোহাম্মদ চেয়ারম্যান ফতেপুর পশ্চিম ইউনিয়ন, সভাপতি মেঘনা ধনাগোদা সেচ ফেডারেশন প্রমুখ


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!