|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজ আর নেই -DBO-News
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৩
দীর্ঘরোগ ভোগে প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন ধরে তিনি ভর্তি ছিলেন শিশুমঙ্গল হাসপাতালে। শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকাহত গোটা রামকৃষ্ণ মিশন। প্রয়াত মহারাজের দেহ আনা হবে বেলুড় মঠে। সেখানে রবিবার সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন শিষ্য, অনুরাগী, ভক্তরা। রাত ৯ টায় শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। মহারাজ ভারতের পূর্ববঙ্গের বাসিন্দা ছিলেন।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ ( বরুণ মহারাজ) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.