|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে ১৬ তম বিশ্ব অটিজম দিবস পালন
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৩
ফরিদপুরে ১৬তম বিশ্ব অটিজম দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা মূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ (২এপ্রিল) ২৩ তারিখ রবিবার সকাল ১০টায় জেলা সমাজ সেবা অধিদপ্তরে উদ্যেগে "রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুর রাজ্জাক মোল্লা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এ সময় সভায় বক্তারা আটিজম বিষয়ে সর্বস্তরে সচেতন বৃদ্ধির উপর গুরুত্বরাপ করে বলেন যে বাংলাদেশ অটিজম নিয়ন্ত্রণে বিশ্বে ব্যাপক ভূমিকা পালন করছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ে জনসচেতনতাসহ এর চিকিৎসার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সবাই এই বিষয়ে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.