|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আরএসএসের সঙ্গে কৌরবের তুলনা, রাহুলের বিরুদ্ধে মামলা
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৩
আবার ও অস্বস্তিতে রাহুল গান্ধী। "মোদি পদবি" মন্তব্যের জেরে আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে গুজরাটের সুরাট আদালত। ডাক পাঠিয়েছে বিহারের বিশেষ আদালত ও। এবার আরএসএসের বিরুদ্ধে করা তাঁর মন্তব্যের জেরে আরেকটি মানহানির মামলায় জড়ালেন রাহুল। হরিদ্বার আদালতে রাহুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন উত্তরাখন্ডের আরএসএস কর্মী কমল ভাদুড়িয়া। আগামী ১২ই এপ্রিল মামলাটির শুনানি। গত জানুয়ারিতে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে হরিয়ানার আম্বালায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ইঙ্গিত করতে দেখা গিয়েছিল, আরএসএস কর্মীরা, একবিংশ শতাব্দীর কৌরব। তিনি বলেছিলেন, " কৌরব কারা? আমি আপনাদের আগে বলতে চাই একবিংশ শতাব্দীর কৌরব কারা। তারা খাকি হাফপ্যান্ট পরে, হাতে লাঠি নেয়, শাখা করে। ভারতের ২-৩ জন কোটিপতি ওই কৌরবদের পাশে রয়েছেন। " প্রসঙ্গত, একই দিনে বিহারের বিশেষ আদালতে ও হাজিরা দিতে বলা হয়েছে রাহুলকে। বিজেপি নেতা সুশীল কুমার মোদি রাহুলের নামে অভিযোগ দায়ের করার পরই তাঁকে ডেকে পাঠিয়েছিল পাটনার ওই আদালত।
উল্লেখ্য, ২০১৯ সালের ভোটের প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস সভাপতি কর্ণাটকের কোলারের একসভায় ছড়া কেটে বলেছিলেন, " নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরদের নামেই মোদি কেন থাকে।" এই মন্তব্যের জেরে ২ বছরের সাজা হয়েছে রাহুলের। খোয়াতে হয়েছে সাংসদ পদ ও।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.