|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বান্দরবানে কলাগাছের সুতা দিয়ে শাড়ী তৈরী করে তাক লাগালেন
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৩
বান্দরবান জেলাশ অত্যন্ত আনন্দের তৃপ্তির সাথে কলা গাছের বন্তু থেকে সফলভাবে শাড়ী তৈরি করা হয়েছে। বাংলাদেশের আর কোথাও এখনো পর্যন্ত কলা গাছের সুতা থেকে কেউ শাড়ী তৈরি করতে পারেনি। যদি না করে থাকেন তবে এটিই হবে কলাগাছের সুতার প্রথম শাড়ী।
আর এ শাড়ী তৈরির কারিগর শ্রদ্ধেয় রাধাবতী দেবী, যিনি সুদূর মৌলভীবাজার থেকে জেলাপ্রশাসকের আহবানে সাড়া দিয়ে বান্দরবানে এসে এ শাড়ীটি বুনে দিয়েছেন। তাঁর এলাকায় যারা মনিপুরী শাড়ী বুনেন তাঁরা তাঁকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে।
কারণ তাঁরা ভয় পাচ্ছিলেন তিনি ব্যর্থ হবেন এবং জেলা প্রশাসকের কাছে কথা দিয়ে তা বাস্তবায়ন না করতে পারার কারণে মনিপুরী তাঁত শিল্পীরা ছোট হবেন।
রাধাবতী দেবী এ চ্যালেঞ্জ নিয়েছেন এবং সফল হয়েছেন, সেই সাথে সফল করেছেন জেলা প্রশাসকের স্বপ্ন ও চিন্তাকে।
আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধেয় রাধাবতী দেবীর জন্য। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জনাব আতিয়া চৌধুরী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.