|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে নির্যাতিত পিতা পুত্রকে সহযোগিতা করলেন জেলা প্রশাসক
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৩
ফরিদপুর উপজেলায় মধুখালীতে আলোড়ন সৃষ্টিকারী স্কুলের শ্রেণী কক্ষে আটকিয়ে মধ্যযুগের কায়দায় পিতা পুত্রকে নির্যাতন করা হয়,তারি ধারাবাহিকতা ধরে ফরিদপুর জেলা প্রশাসক পরিবারটির পাশে যেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
আজ (১এপ্রিল) ২৩ তারিখ শনিবার নির্যাতিত পরিবারে বাড়িতে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ,।এ সময় তিনি নির্যাতিত পিতা ও পুত্রের স্বাস্থ্যের খোজ খবর নেন,তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য ইউএনও, মধুখালী নির্দেশনা প্রদান করেন।তাদের স্থায়ী কোন নিবাস না থাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বরাদ্দ দেয়ার জন্য নির্দেশ দেন, এবং নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন পাশাপাশি তার ছেলে মেয়েদের লেখাপড়াসহ ভবিষ্যতে যে কোন ধরনের সাহায্যের ব্যাপারে জেলা প্রশাসন, সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধাকে (১৫) মারধর ও নির্মম নির্যাতন করা হয়। এরপর নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। তারি পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাদের খোঁজ খবর নেয়ার জন্য তাদের বাড়িতে যান, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইউএনও, মধুখালী, ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.