ভক্তই বল, নামই সম্বল।দেশ মাতৃতার শুভ কল্যাণে ও বিশ্ব শান্তি কল্পে, বিশ্ব মানবতার সকল জীবের সেবা শান্তি ও কল্যাণে কামনায়, খুলনার দাকোপের বাজুয়ার চাঁদপাড়া রামসিতা মন্দির প্রঙ্গনে বিশিষ্ট রামায়ন গায়ক মিলন কুমার মন্ডলের একান্ত প্রচেষ্টায় অষ্টম প্রহরব্যাপী শ্রীশ্রী রামসিতা সং কীর্ত্তোণ এর প্রধান অতিথি হিসাবে শুভ উদ্ধোধন করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্ট্রি নান্টু রায়।
এসময় তিনি বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সম অধিকার নিশ্চিত করেছিলেন।তারই পথ অনুসরণ করে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ সম্পুর্ণ স্বাধীন ভাবে পালন করে আসছেন।
ট্রাষ্ট্রি নান্টু আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্ম যার যার রাষ্ট্র সবার সেই নীতিতে সারা বাংলাদেশে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট একটি কার্যকারি ভুমিকা অব্যাহত রেখেছে।বিএনপি জামায়াত জোট সরকারের সময় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট কে একটি অকার্যকর নাম সবস্য প্রতিষ্ঠানে পরিনত করেছিল।আজ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট সারা বাংলাদেশে অসহায় দুস্ত মানুষের পাশে দাড়িয়েছে। তিনি আজ ২৯ মার্চ বুধবার সন্ধ্যায় দাকোপের বাজুয়া চাঁদপাড়া শ্রীশ্রী রামসিতা মন্দির প্রাঙ্গনে মঙ্গল ঘট স্হাপন ও শুভ গন্ধাদিবাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে ট্রাষ্টি নান্টু রায় দাকোপের আমতলা সির্বজনীন বাসন্তি পুজা মন্দির,খেজুরিয়া রামকৃষ্ণ আশ্রম,বাজুয়া পশর ধার বাসন্তি পুজা মন্দির,কচা সার্বজনীন বাসন্তি মন্দির,বেড়ের খাল বাসন্তী পুজা মন্দির, পরিদর্শন করেন।এসময় উপস্হিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়,শিক্ষক রনজিত বৈদ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুহ্ম সম্পাদক স্বপন কুমার রায়,শিক্ষক প্রবীত্র মৃধা সহ আরও অনেকে।