|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ জেলাসহ একযোগে সারাদেশে সনাতন ধর্মালম্বীদের মহাঅষ্ঠমী স্নান, রামনবমী যঞ্জাঅনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২৩
নওগাঁ জেলাসহ একযোগে সারাদেশে সনাতন ধর্মালম্বীদের মহাঅষ্টমী স্নান,ও রামনবমী যঞ্জাঅনুষ্ঠান অনুষ্ঠিত।
হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান উৎসব অনুষ্ঠান আজ ২৯ মার্চ বুধবার ৩০মার্চ বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে-নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠাকুর মান্দায় বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষের পুরান অলৌকিক ঠাকুর মান্দা মন্দিকে ঘিরে রয়েছে নানা রহস্যময় ও অলৌকিক ঘটনা,।ইতিপূর্বে থেকে মানুষের চোখের সমস্যা হলে রঘুনাথ ঠাকুর মানোসা করে আমার চোখ ভালো হলে আমি একটি সোনার চোখ দিব বলে মানসিত করে,ঐ ভক্তের বাসনা পূরন হলে তা এই রামনবমী অনুষ্ঠান মধ্যে দিয়ে দর্শন করতে হবে। এই ভাবে নানা ধরনের জন্মোঅন্ধ শিশু যুবক বৃদ্ধ সহ রঘুনাথ ঠাকুরের প্রকৃত ভক্তবৃন্দদের জন্মো অন্ধ তার মহিমায় ভাল হয়েছে, ভারতীয় ভক্তসহ বিভিন্ন জেলার দর্শনার্থীরা এই ধরাধামে উপস্থিত হয়। নামকৃত্তনসহ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন একই যোগে এইদিনে মহাদেবপুর বাজবাড়ী গোবিন্দ মন্দিরে হরিনামের মহাযজ্ঞাঅনুষ্ঠান লীলাকৃত্তন প্রসাদ বিতরন মেলার আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা লাঙ্গলবন্দসহ হিন্দুদের স্নান উৎসব ছাড়াও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে ১ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদ খুরশিদ মহল সেতু সংলগ্নে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব।
এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, উপজেলা পরিষদের মাঠ,কাচারী বাজার, রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ী দেবালয় প্রাঙ্গনে দিন ব্যাপী মেলা উৎসব অনুষ্ঠিত হবে। এবার লক্ষাধিক নারী পুরুষের সমাগম হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
অষ্টমী স্নান উৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল জানান-আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবে বরাবরের মতো এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উৎসব আমেজ নিয়ে পালন করবে।
ইতিমধ্যে অষ্টমী স্নান উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপর-এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, যদিও স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধিনে তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে সার্বিক সহযোগিতা করবে এবং ব্যবস্তাও করা হয়েছে। হোসেনপুর থানা ওসি মোঃআসাদুজ্জামান টিটু জানান, আমারা এ উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য আমাদের হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানার পুলিশ প্রশাসন মিলে অষ্টমী স্নান পালনের সার্বিক সহযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছর করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.