|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৩ পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৩
নিষিদ্ধ হাইডোলিক হর্ন ব্যবহার করা এবং মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করে শব্দ দূষণের দায়ে কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক তিনটি পরিবহনকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা- ২০০৬ অনুসারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।
এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করা ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি পরিবহনকে মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একইসাথে ৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। এসময় প্রসিকিউশন প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.