|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ সহ বিভিন্ন উপজেলায় মহাধুমধামে সনাতন ধর্মালম্বীদের অসময়ের যঞ্জাঅনুষ্ঠান বাসন্তীপূজা শুরু
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৩
নওগাঁ নানা আয়োজনের মধ্য দিয়ে মহাধূমধামে উৎসবমুখর পরিবেশে ধধ্যেদিয়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের অসময়ের যঞ্জাঅনুষ্ঠান বাসন্তীপুজা শুরু। নওগাঁ পৌর শহরের হাপানিয়া ইউনিয়নের বাদিমপুর- পাথরঘাটা মন্দির পাড়া এলাকায় অবস্থিত সার্ব্বজনীন মন্দিরে এ পুজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন মৈনম কানার মোড়ে সার্ব্বজনীন গোবিন্দ মন্দির এই পূজার আয়োজন করা হয় বাসন্তী পূজা উপলক্ষে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক পূজা কমিটি। সাজ সজ্জায় সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গন। মৈনম ফারাতপুর স্কুল পাড়া এলাকায় পূজা আয়োজন করা হয়েছে বাসন্তী পূজা মন্দির প্রাঙ্গন সাজ সজ্জায় সাজিয়ে পুজো আয়োজন সম্পন্ন করা হয়েছে। প্রতিবছরের নায় এবার ও বাসন্তী পূজা কমিটি উপলক্ষে বিশেষ মেলার-- আয়োজন করা হয়েছে এতে সকল সনাতনী হিন্দু ধর্মলম্বী মেয়ে-জামাই এই পূজাদেখতে আসেন এবং মিঠাই মিষ্টান্ন নেওয়ার ধূম পড়ে যায়।
২৭ মার্চ সোমবার দেবীর আমন্ত্রণ ও মঙ্গল ঘট স্থাপন, অধিবাসের মধ্যে দিয়ে ষষ্ঠী শুরু । এরপর মঙ্গলবার ২৮ মার্চ সকালে গনেস-পূজা কলাগাছের পূজা কলাগাছের-বউ স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সপ্তমী বিহিত পূজা বুধবার ২৯ মার্চ অষ্টমী ৩০ শে মার্চ বৃহস্পতিবার নবমী । নওগাঁ জেলার মান্দা উপজেলার বদ্দপুর চুনাাতা পাড়ার গীরেন চন্দ্র মালাকার প্রতিমা কারিগর নির্মল মালাকার বলেন আমরা দিনরাত পরিশ্রম করে কাজ করে প্রতিমা বানানোর কাজ প্রায় সম্পূন্ন। এদিকে বাসন্তী পূজা মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার দে জানিয়েছেন আমাদের এখানে ধর্ম-বর্ণ-নর্বিশেষে সকলেই একসাথে এই বাসন্তী মায়ের পূজায় অংশগ্রহণ করি। পূজা উপলক্ষে আমরা মন্দিরে সকল সাজসজ্জা কাজকর্ম সম্পন্ন করেছি।-
প্রতিবারের নেয় এবারও আমরা সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজা পালন করব। আসছে শুক্রবার ৩১ মার্চ দশমী পূজার মধ্য দিয়ে এই ৫ দিন ব্যাপী বাসন্তী পূজা সমাপ্ত হবে । এরপর বিকেলে দেবী-দুর্গাপ্রতিমা বিসর্জন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.