|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রাষ্টদূত মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে ক্লিক করুন: www.dainikbanglarodhikar.com
(ছবি)
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বন্ধুত্বের ৫৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিখ্যাত ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনোক) বিল্ডিংয়ে রাত ৯টা বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হয়েছে।
(ছবি)
তাছাড়া ও বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের লাল-সবুজের পতাকার আদলে আলোকসজ্জা প্রদর্শন করা হয়েছে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে।
(ছবি)
এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাস প্রকাশ করেন। প্রবাসীরা আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.