|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাগাতিপাড়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থের বিল প্রদান-DBO-News
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৩
নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক প্রথম পর্যায়ে নগদ অর্থের বিল প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিতরণ করা হয়।
সবার আগে সংবাদ দেখতে ক্লিক করুন :www.dainikbanglarodhikar.com
ইউএনও নীলুফা সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে নগদ অর্থের বিল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা প্রেসক্লাব সক্রেটারি ফজলে রাব্বী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার।
উল্লেখ্য, টিআর উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ২৬ লক্ষ টাকার বিল বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.