|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৩
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
বাজার তদারকি অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে।
১. জামালের মুরগীর দোকান -মূল্য তালিকা না থাকায় ২,০০০/-
২. মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১০,০০০/-
৩. সূচি কসমেটিকস এ পণ্যে মূল্য না থাকায় ১,০০০/-
৪. বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৩,০০০/-
৫. রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও মাংসের দোকান,মুরগীর দোকান,ফলের দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।
সবাইকে নায্যমূল্যে পণ্য ও সেবা বিক্রির জন্য আইননগত সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন মো. কামরুজ্জামান রূপম,কৃষি বিপণন কর্মকর্তা ,চাঁদপুর
এবং ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ টিম।
জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.