মোঃ আতাউর রহমান সরকার (মতলব,চাঁদপুর) :
চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র মাহে রমজানে সারা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৪ শে মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরাবাজারে সারা ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলোওয়াত করেন হাফেজ মো: জিসান। সারা ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে, সাইফুল ইসলাম এবং বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদসা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল রাসেল, সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অর্থ বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ।বক্তারা বলেন সকল ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে মানবিক কাজে আমরা এগিয়ে যাব। আর এভাবে এগিয়ে আসাই মানব সেবীদের মূল লক্ষ্য হওয়া উচিৎ। স্বেচ্ছাসেবীরা দেখিয়ে দিচ্ছে নিঃস্বার্থভাবে সামর্থ্যবান ব্যক্তিরা ইচ্ছা করলেই মানব সেবায় এগিয়ে আসতে পারেন। একটি ক্ষুধা দরিদ্র মুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে পারেন। সারা ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবীরা যেভাবে উৎসাহ যুগিয়ে দিচ্ছে এটা সমাজে ইতিবাচক প্রভাব পড়বে আমরা আশাবাদী। আমরা সামর্থ্য বানদের অসহায়ের পাশে দাঁড়ানোর আহবান জানাই। এসময় সারা ফাউন্ডেশন ২৫ টি পরিবারে প্রত্যেকটি প্যাকেজে ১৫০০ টাকা মূল্যের ইফতার সামগ্রী তৈরি করে নিজস্ব স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। প্রতিটি পেকেটে পেয়াজ, তেল, আলু, ছোলা, খেজুর মুড়ি,ডাল,চিনি,বেসন সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বেদে পরিবারদের হাতে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও দীর্ঘ দিন অসুস্থ থাকা পরিবারের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাই মেশিন বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী জাফরিন আক্তার,খাদিজা,শাহাদাৎ হোসেন,নাজমুল প্রধান,জসিম উদ্দিন, জিলানী,আরিফ, শাকিল প্রধান সহ আরো অনেকে।
উল্লেখ্য, সারা ফাউন্ডেশন দীর্ঘ সাতবছর যাবত সেচ্ছায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।