|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা -DBO-News
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ মার্চ) সকালে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর আয়োজনে উক্ত বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিমউদদীন খোকন এর সভাপতিত্বে এসময় উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন আঙ্গুর মাষ্টার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খালেকুজ্জামান, মোঃ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ রফিক, মোঃ জহিরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অফিস স্টাফ বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সেই কালো রাতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.