গনহত্যা ও স্বাধীনতা
মোঃআতাউর রহমান সরকার
হঠাৎ ২৫শে মার্চ কালো রাতে ঢাকায় পাকহায়না, গনহত্যার জোয়ারে চলছে সেথায় রণোন্মাদনা। তারা কোনক্রমেই আমাদের স্বাধীনতা চায়না, এই বাংলা মরুভূমি হবে এটাই তাদের বায়না।
৫২ এ ওরা আমার মুখের বাংলা বুলি ছিনিয়ে, ওদের উর্দু বুলি চেয়েছিল দিতে মোদের গিলিয়ে। প্রতিবাদে শিশু ছাত্র জনতা উঠে সবে গর্জিয়ে, বাঙালি ঐক্যের সফলতা দেয় ওদের হটিয়ে।
২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গ পিতার ঠোটে, বাংলায় স্বাধীনতা সংগ্রামের বাণী গর্জে ওঠে। সাহসী বাংঙালিদের অটুট ঐক্যের চোটে, পাক ছানারা পালায় জীবনের ভয়ে ছোটে।
দিশেহারা পাক হয়নার নেতা ইয়ায়াহিয়া, প্রতিবাদে গনহত্যার জোয়ার নেয় তুলিয়া। বাঙালির ঐক্য চেতনা গণহত্যা যায় পিষিয়া, মুক্তিযোদ্ধারা নবশক্তিতে বুকপেতে দেয় হাসিয়া।
হায়েনার দল চেয়েছিল করিতে মোদের নাশ, বাংলার সৈনিক করে সেথায় স্বাধীনতার চাষ। হায়নার দলের সকল অভিলাষ হয় সর্বনাশ, ১৬ ডিসেম্বর ইয়াহিয়া কয় আমি হতাশ। বিশ্ববাসী কয় শাবাশ! বাঙালি শাবাশ!