নওগাঁর প্রথম শহীদ মিনার নির্মাণকারী আব্দুল হাই তালুকদার মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেলের দিকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আব্দুল হাই তালুকদার নওগাঁ জেলায় প্রথমবারের মতো ১৯৫৬ সালে শহীদ মিনার করেছিলেন। স্থানীয় বিএমসি কলেজ মাঠে এই শহীদ মিনার নির্মাণ করেন তিনি।
এদিকে বিশিষ্ট এ ব্যক্তির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন নওগাঁ বিশিষ্ট ব্যক্তি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। ২০১৩ সালে একুশে পরিষদ নওগাঁ নামে একটি সংগঠন প্রথম শহীদ মিনার নির্মাণকারী আব্দুল হাই তালুকদারকে সম্মাননা দিয়েছিলেন।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৫/৩/২৩
নওগাঁ।