|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার-DBO-News
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্যাস সিলিন্ডারে করে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ সুজন সরকার এবং ৩০ পিস ইয়াবা সহ বাছির মিয়া নামের এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
গ্রেফতারকৃত সুজন সরকার (২৫) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ব্রাহ্মণ ডোরা ইউনিয়নের আগারপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত চন্দ্র মোহন সরকারের ছেলে। এবং বাছির মিয়া কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী গ্রামের মৃত হানিফ দফাদারের ছেলে।
আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জানা যায় গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় কুলিয়ারচর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুলিয়ারচর থানা সদর লঞ্চ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুটি গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি সুজন সরকারকে গ্রেফতার করে। অপরদিকে একই দিন পৃথক আরেকটি অভিযানে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকা হতে ৩০ পিস ইয়াবাসহ বাছির মিয়া নামের আরেক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে কুলিয়ারচর থানা পুলিশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.