|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাড়াদেশে ভূমিহীন ও গৃহহীন ৩৯,৩৬৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৩
সাড়াদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চতুর্থ পর্যায়ে
ভূমিহীন-গৃহহীন ৩৯,৩৬৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।তারি অংশ হিসাবে আজ বুধবার (২২ মার্চ) ২৩ তারিখ সকাল ১০টা ফরিদপুর সদর উপজেলার হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন পরিবারে মাঝে চাবি হস্তান্তর করেন।
ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারন সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস,উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীসহ প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর হস্তান্তর করেন।পাশাপাশি ৭ জেলার সব উপজেলাসহ সারাদেশর ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন জেলা হিসেবে ঘোষণা করেন।প্রধানমন্ত্রী সরকারি গণভবন থেকে সারাদেশে একযোগে চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবুলিয়ত জমির খতিয়ান, গৃহপ্রদান সহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
ফরিদপুর আশ্রায়ন-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন ১২৫ টি পরিবারের মধ্যে জমি গৃহ হস্তান্তর ও ফরিদপুরের আলফাডাঙ্গা ও সালথা উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছে। এ দুটি উপজেলার ৪৪৭জন ভুমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর করেন।
অপরদিকে একই সময় ফরিদপুরের ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিববর্ষের দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ১০০ টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে এবং ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিববর্ষের দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ১০০ টি নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া নগরকান্দা উপজেলাতে ও প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.