|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রমজান মাসে অধিক মূল্যে পণ্য-দ্রব্য বিক্রয় না করতে কুড়িগ্রামে ভোক্তা অধিকারের প্রচারণা
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৩
আসন্ন রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীগণ অধিক মুনাফা লাভের জন্য নির্ধারিত মূল্যের অধিক মূল্যে যাতে পন্য-দ্রব্য বিক্রয় না করেন এ লক্ষ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার প্রচারাভিযান চালিয়েছে।
বুধবার (২২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজারসহ বিভিন্ন বাজারে রমজান উপলক্ষে ভোক্তা এবং ব্যবসায়ীগণের মধ্যে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের এ সংক্রান্ত লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রচার প্রচারণা চালানো হয়।
রশিদমূলে পন্য ক্রয়-বিক্রয় করতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রয় না করতে ব্যবসায়ীগণকে নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তা সাধারণকে যাচাই-বাছাই করে পন্য ক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহীন আহমেদ, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি অলক সরকার, বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.