|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মোবাইলে লুডু জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতেনাতে গ্রেফতার ৭
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৩
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থানাধীন ডাকুয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মোঃ মজিবুর মোল্লা মেম্বার ও তার ছোট ভাই সুলতান মোল্লা ২০০ পিস ইয়াবাহা সহ গ্রেফতার গলাচিপা উপজেলায় মোবাইলে লুডু জুয়া খেলার সময় ২ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নগদ ২ হাজার ৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গলাচিপা উপজেলার আটখালী গ্রামের মোল্লা বাড়ি ছেলে মো. সুলতান মোল্লা (২৩), একই উপজেলার দক্ষিণ ডাকুয়া গ্রামের মোল্লা ছেলে মো. আসাদুল ইসলাম
দুপুরে দিকে তাদেরকে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রাত প্রায় ১১টার দিকে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি গ্যারেজের পাবেলের ওয়ার্কশপ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে পটুয়াখালী জেলা পুলিশ সুপার বলেন, গতকাল দুপুরে প্রায় ১১টার দিকে ডিবি পুলিশ গলাচিপা পৌরসভার বাহিরে ৭ নং ওয়ার্ডের পাবেল গ্যারেজের ওয়ার্কশপের পিছনে অভিযান চালায়। সেখানে ২জুয়াড়িকে তাদের নিজ মোবাইলের লুডু অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেন ২০০ পিস ইয়াবাহা সহ। এসপি আরো জানান, এ ঘটনায় ৭ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.