|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিক সকাশে উপজেলা নির্বাহী অফিসার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৩
জিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সাথে মুক্তাগাছা উপজেলাও কার্যক্রম গৃহীত হয়। শুরু হয় গৃহ নির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ,অবৈধ দখলদারদের দখল হতে খাস জমি উদ্ধার । প্রকৃত উপকার ভোগী নির্বাচন,সঠিক মান ও ডিজাইন অনুসরণ পূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্নকরণ,২ শতাংশ জমি বন্দোবস্ত,কবুলিয়ত ও রেজিষ্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তর কার্যক্রম । এছাড়া যেখানে খাস জমি নেই,সেখানে সরকারিভাবে জমি ক্রয় ও বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে জমি সংস্থানের মাধ্যমে ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহনির্মাণ করে দেয়া হয়।
আজ সকাল ১০.৩০ মিনিটে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সাহেব শহীদ হজরত আলী অডিটোরিয়ামের অস্থায়ী কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিকদের উপস্থিতিতে 'মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের ১ম ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস রিলিজে এসব তথ্য উপস্থাপন করেন ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জানুয়ারি-২০২২ পর্যন্ত মুক্তাগাছা উপজেলায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে ৪র্থ পর্যায়ে মোট ৪২৬ পরিবারকে "ক" শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয় বলে তিনি লিখিত বক্তব্যে জানান । তন্মধ্যে ১ম ধাপে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ভিন্ন ভিন্ন ষ্পটে ১৭৪টি গৃহনির্মাণ সম্পন্ন হওয়ায় উপকার ভোগীদের অনুকূলে বন্দোবস্ত সহ কবুলিয়ত সম্পন্ন করা হয়েছে,যা মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২/০৩/২০২৩ খ্রি.তারিখে উদ্বোধন করবেন। উল্লেখ্য যে,১ম,২য় ও ৩য় পর্যায়ে মুক্তাগাছা উপজেলায় ২১৯ জন উপকারভোগীকে পূনর্বাসনক্রমে গৃহ হস্তান্তর করা হয়েছে ।
উক্ত আয়োজনে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,প্রশাসনিক কর্মকর্তাসহ বীব মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান,পৌর মেয়র,
রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন শেণি পেশার মানুষকে আগামী ২২/০৩/২০২৩ খ্রি. তারিখ বুধবার উপজেলা পরিষদের নতুন হলরুমে সকাল ০৯.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানান ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.