|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এ্যালকোহল বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৩
দিনাজপুরের বিরামপুরে এ্যালকোহল বিক্রির অপরাধে গোপাল সরকার (৩৫) নামের একজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড প্রাপ্ত গোপাল সরকার বিরামপুর পৌরসভার ইসলামপাড়া মহল্লার দীজেন সরকার এর ছেলে।
আজ রবিবার বিকেলে পৌর শহরের ইসলামপাড়া মহল্লায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দ করা এ্যালকোহল পুড়ানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডিত আসামীকে কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, রবিবার বিকেলে পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ্যালকোহল বিক্রির অপরাধে অভিযুক্ত গোপাল সরকারকে একমাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.