|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে সপ্তাহ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি-সপ্তাহ উদ্ধোধন
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৩
মতলব দক্ষিণ প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা সদরের উত্তর নলুয়া বাইপাস সড়ক সংলগ্নে অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি-সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠান গত ১৮ মার্চ সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
প্রথমে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়। পরে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সমন্বয়ে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে মতলব -গৌরীপুর পেন্নাই সড়ক প্রদক্ষিণ করে নবকলস ওয়াপদা হয়ে পূনরায় স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমী প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় একাডেমির উপদেষ্টা ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের সভাপতিত্বে ও একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন একাডেমির প্রধান উপদেষ্টা ও মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান, মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংবাদিক সমীর ভট্টাচার্য বলু, একাডেমির উপদেষ্টা জানিবুল আলম জনি।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন এবং শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল রাদেশ্যাম মন্ডল।
ছবির ক্যাপশন ঃ মতলব স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির সপ্তাহ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি-সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করছেন অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.