|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
না ফেরার দেশে চলে গেলেন লক্ষ্মীপুরের এম এ তাহের
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৩
লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্বএম এ তাহের মারা গেছেন। লক্ষ্মীপুর শহরের পিংকি প্লাজা নিজ বাসায় আজ শনিবার দুপুর ২টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। এম এ তাহের দীর্ঘদিন যাবত ক্যান্সারজনিত রোগে আক্রান্ত ছিলেন। আগামী কাল রবিবার বেলা ১১টায় তার জানাযা তমিজ উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহন করবেন।
পৌর মেয়র এম এ তাহের লক্ষ¥ীপুর আওয়ামী লীগের র্দুদিনের কান্ডারী ছিলেন। তিন মেয়াদে তিনি পৌর মেয়রের দ্বায়িত্ব পালন করেন। ২০০০ সালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূর ইসলাম হত্যা মামলার মধ্য দিয়ে দেশব্যাপী তিনি আলোচনায় আসেন। ঐসময় তিনি গডফাদার তাহের হিসাবে দেশব্যাপী পরিচিত ছিলেন।
তাপস সাহা
লক্ষ্মীপুর
১৮.০৩.২০২৩
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.