|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর হাজীগঞ্জ উপজেলায় ১০ গৃহস্থের ১৮টি ঘর আগুনে পুড়ে ছাই
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৩
গত সোমবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ক্ষতিগ্রস্তরা হলেন, মোফাজ্জেল হোসেন, আব্দুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন, শুকুর আলম, ফজলুল হক, খোরশেদ আলম, জুলহাস, ওমর ফারুক,সুফিয়ান হোসেন, রবিউল আলম।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত মোফাজ্জেল হোসেনের স্ত্রী ফজিলতেচ্ছা (৬০) জানান, দুপুরের দিকে রান্না ঘরে বসে রান্না করছি। ঘরের চালের ওপরে থাকা বিদ্যুতের তারে শব্দ হয়। দৌড় ঘরে মেইন সুইচ বন্ধ করতে গিয়ে দেখি পুরো ঘরে আগুন জ্বলছে।
জানা গেছে, বাড়ির সবার বসতঘরে থাকা নগদ টাকা, কয়েকটি পাসপোর্ট, দুটি ভিসা, স্বর্ণালংকার ছাড়াও ধান, সরিষা, আলু, জীবন্ত গরু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া জানান, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহযোগিতা করি কিন্তু বাড়িটি ঘনবসতি হওয়ার কারণে পুরো বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
হাজীগঞ্জ দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কমান্ডার সাজেদুল কবির জোয়াদ্দার জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদি হাসান মানিক জানান, আমরা তাৎক্ষণিক ডিসি স্যারকে বিষয়টি জানিয়েছি। স্যারের পরামর্শে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি সরেজমিন পরিদর্শন করে প্রতি পরিবারকে কম্বল, চাউল, ডাল, মশলা,তেলসহ খাদ্য সামগ্রি দেওয়া হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.