|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আলোচিত আরিচা মহাসড়কের বিক্রেতা কাদির মোল্লা কারাগারে
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৩
ঢাকা আরিচা মহাসড়ক সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাথ বিক্রির মূল হোতা বহুরূপী আব্দুল কাদির মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সম্প্রতি একাধিক অভিযোগ যাচাই-বাছাই শেষে চাঁদাবাজি ও প্রতারণার ৩ টি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
সাভার সম্মিলিত হকার সমবায় সমিতি লিমিটেডের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কার্যনির্বাহী পরিষদের ১২ সদস্যের মধ্যে ১১ সদস্যই তার বিরুদ্ধে অনাস্থা দিয়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সম্মিলিত হকার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক লিটন খান।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন প্রতিবেদককে জানান, সদ্য রেজিস্ট্রেশন পেয়েছে সাভার সম্মিলিত হকার সমবায় সমিতি লিঃ। প্রাথমিকভাবে আব্দুল কাদির মোল্লাকে সাধারণ হকার সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি করা হয়। এতে নিয়ম মেনে মোট ১২ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করে দেওয়া হয়। সম্প্রতি সভাপতি আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে মহাসড়ক বিক্রিসহ নানা অভিযোগের সত্যতা পাওয়ায় কার্যনির্বাহী পরিষদের সম্পাদকসহ অন্য ১১ সদস্য অনাস্থা দিয়েছে। বিধি অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা খুব শীঘ্রই কার্যকর হবে।
এদিকে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার মৌখিকভাবে সাধারণ সম্পাদক পদ থেকেও অনাস্থা, অব্যাহতি সহ কেন্দ্রীয় বহিষ্কার চেয়ে চিঠি পাঠিয়েছেন নিজ দলের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার মৌখিক ঘোষণার সভাপতি আতাউর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষণ সহ আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা রয়েছে। সম্প্রতি আরো ৩ মামলায় গ্রেপ্তার হলেন এই প্রতারক। এ পর্যন্ত তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি, অভিযোগ মিলিয়ে মোট ১৮ মামলার সন্ধান দিয়েছে একটি সূত্র।
এর আগে সংবাদ প্রকাশের জেরে এবং নিজের অপকর্ম ঢাকতে দৈনিক দেশবাংলার সাভার প্রতিবেদক নুর আলম সিদ্দিকী মানু , ঢাকা প্রকাশের সাভার প্রতিবেদক সাকিব আসলাম ও দৈনিক তৃতীয় মাত্রা ও বাংলাদেশ বুলেটিনের সোহেল রানার বিরুদ্ধে কটুক্তি করে সংবাদ সম্মেলন করেন আব্দুল কাদির মোল্লা। বিষয়টি বুঝতে পেরে সেই সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা।
সেখানে সাংবাদিক পরিচয় ব্যবহার করে মোল্লা নামের এক কাউন্সিলরের ফেসবুক পেজের এডমিন আব্দুল খালেক ওরফে চিকু খালেক ও কবির নামের দুই ব্যক্তি সংবাদ সম্মেলনের পরামর্শ ও দায়িত্ব নেন। তাদেরকেউ ঠকিয়ে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার ফান্ড থেকে সাংবাদিক সম্মেলনের নামে ২৭ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন আব্দুল কাদির মোল্লা। বিষয়টির প্রতিবাদ করলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদেরকেও হুমকি দেন আব্দুল কাদির মোল্লা।
বিষয়টির সত্যতা স্বীকার করে প্রতিবেদকের কাছে এমন অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন সাংবাদিক।
পরে আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য গণমাধ্যম কর্মীদের জোরালো তদন্তে প্রমাণিত হয়। এবংকি কয়েকজন মাসিক হারে চাঁদা নেওয়া ব্যক্তির নাম উঠে আসে। এই ব্যাপারে তদন্ত চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
শুধু তাই নয় আব্দুল কাদির মোল্লার দুই স্ত্রীর সংসারের ভরণপোষণ নিয়েও সন্তুষ্ট নয় পরিবারগুলো। সূত্রের মতে তাদের অভিযোগ, জুয়া, মদ ও নারীর কীর্তনে মজে থাকতেন আব্দুল কাদির মোল্লা। যার কারণে দুই স্ত্রীর কাছেও সে উদাসীন।
এদিকে স্কুল-কলেজের ছাত্র না হয়েও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন আব্দুল কাদির মোল্লার ছেলে জহিরুল ইসলাম। বাবার উত্তরসূরী হিসেবে ওই ছাত্রলীগ নেতাও দুই বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ না দিয়ে নির্যাতন করার অভিযোগ রয়েছে। মহাসড়ক বিক্রি করে জোরপূর্বক চাঁদাবাজি ও প্রতারণার মামলাগুলোতে মহাসড়ক বিক্রেতা হকার নেতা আব্দুল কাদির মোল্লা ও তার ছেলে জহিরুল ইসলামসহ তার বাহিনীর বিরুদ্ধে মামলা দায়েরের পর পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সহ বাকিরা।
আব্দুল কাদির মোল্লার ছেলে বিবাহিত ছাত্রলীগ নেতা ও মামলার ২ নং পলাতক আসামি জহিরুল ইসলাম সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন মামলার বাদী ও ভুক্তভোগী ব্যবসায়ীরা। ভুক্তভোগীরা বলছেন, আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে বছরে ২০ কোটি টাকা চাঁদাবাজি হয়েছে! তদন্ত করলে বেরিয়ে আসবে উপর মহলের কারা পেতেন এই টাকা .?
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.