|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাইমচরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সুজিত রায় নন্দীর পক্ষ থেকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ও হাইমচরের মাটি ও মানুষের জননেতা সুজিত রায় নন্দীর পক্ষ থেকে হাইমচর উপজেলার ৬ ইউনিয়ন সহ মোট ২০৩ টি মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার বাদ আসর উত্তর আলগী ইউনিয়নের বাংলা বাজার ঢেলের বাজার বায়তুস সালাম জামে মসজিদ, কাটাখালী জামে মসজিদ, আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ আলগী ইউনিয়নের
কালাচৌকিদার মোড় ও গণকবরস্থান জামে মসজিদ, রায়ের বাজার, গন্ডামারা, চরভৈরবী, হাওলাদার বাজার, তেলিমোড়, গাজীপুর বাজার, গাজীপুর ইউনিয়নের মজিব কেল্লাহ সহ হাইমচর উপজেলার ১০৩ টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ছাত্তার গাজী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক নোয়াব মোল্লা, উত্তর আলগী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান কাজী, উত্তর আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন শেখ, দুলাল আখন, দক্ষিণ আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এবায়েদ উল্লাহ ইব্রাহিম হোসেন ইবু মিজি, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মামুন মিজি,
আওয়ামী লীগ নেতা ইসমাইল চৌকিদার, কালু পাটওয়ারী, মকবুল মিজি সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ও স্থানীয় এলাকার মুসুল্লিগন উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আক্তার হোসেন, গণ কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রেজাউল করিম সহ ১০৩ টি মসজিদের ইমামগন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.