|| ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুরর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কুলিয়ারচর থানা পুলিশ, পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উছমানপুর ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, বিএডিসি সেচ ভবন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক সহ সমাজিক প্রতিষ্টান।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উক্ত আলোচনা সভায়, লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন খোকন সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু সেখ মজিবুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য প্রধান করেন।
আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র -ছাত্রীদের অংশ গ্রহণে অনুষ্ঠান, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.