|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ব্যাকমা’র পরিচালনা পর্ষদের তিন পদে নির্বাচিত হলেন যারা
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৩
বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৪ ইং মেয়াদের দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত। বুধবার (১৫ মার্চ)পুরানা পল্টনস্থ, বায়তুল আবেদ টাওয়ারে এসোসিয়েশন অফিসে অনুষ্ঠিত হয় পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন। উক্ত নির্বাচনে প্রতিটি পদের জন্যই একজন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রার্থিরা। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব সিআইপি মীর নিজাম উদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মোজাম্মেল হক, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব বি.এম.সাগর।
উল্লেখ্য, গত ১৩ই মার্চ ২০২৩ ইং তারিখে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের ২০২৩-২০২৪ইং মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ১৪৬ জন ভোটারের উপস্থিতিতে গণতান্ত্রিক পরিষদের ২১ জন প্রার্থী নির্বাচিত হয়েছে । পরিচালনা পর্ষদের তিনটি পদের নির্বাচন (প্রেসিডেন্ট,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,ভাইস প্রেসিডেন্ট)অনুষ্ঠিত হয় বুধবার (১৫ মার্চ) এসোসিয়েশনের অফিসে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.