|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রীর দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৩
কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুল আরীফের নির্দেশে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার অধিদপ্তরের এক বাজার তদারকি অভিযান পরিচালনা কালে পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি, বাজারে পন্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়, ভেজাল পন্য বিক্রয়ের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার, উলিপুর বাজার, চিলমারী উপজেলার থানাহাট বাজারসহ বিভিন্ন বাজারে এই যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। বাজার মনিটরিং এ অংশগ্রহণ করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোঃ উজ্জ্বল মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, উলিপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুল হক, চিলমারী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, চিলমারী উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: শাহীন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় বিষাণ দাস, স্যানিটারি ইনস্পেক্টরবৃন্দ এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, রমজান উপলক্ষে এধরনের তদারকি অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.