|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লালমোহনে জমি বিরোধের জেরধরে মারপিট আহত ১
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৩
লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহনে জমি জমিজমা বিরোধের জেরধরে ফজলু নামের ১ জনকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নে ২ নং ওয়ার্ডে গত ১১ মার্চ বেলা ১১টার সময় এঘটনা ঘটে।
জানাযায়, কালমা ২ নং ওয়ার্ড মৃধা বাড়ির বারেক মৃধা, মো,ফজলু পিং আঃ মন্নান সাং কালমা ২ নং ওয়ার্ড তার বোন মোসাঃ মাহামুদার ওয়ারিশি জমি ৮ শতাংশ জমি দলিল করার কথা বলে অবলা পেয়ে ৩৭ শতাশ জমি হেবা রেজিস্ট্রারি করে নিয়ে পরে মাহমুদ বিষয়টি জানতে পেরে বারেক মৃধা গংদের বিরুদ্ধে ভোলা কোর্টে একটি মামলা করেন।
পরে বারেক মৃধা মাহমুদার আরো ৭ গন্ডা জমি জবরদখল করেন। সে ব্যাপারে কিছু বলতে গেলে তাকে হুমকিধামকি দিয়ে আসছিল তার।
ঘটনার দিন মাহমুদার ছেলে মো.ফজলু বাড়ির উত্তর পাশে ঢালী বাড়ির বাগান দিয়ে আসার পথে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার হাত পা ভেঙে দেয় ১ /বারেক মৃধা, ২/আইয়ুব নবী,৩/রাসেল মৃধা ও বারেক মৃধার মেয়ের জামাই খলিল মাষ্টার ৷ পরে ফজলু ডাকচিৎকার দিয়ে ৯৯৯ ফোন দিয়ে অজ্ঞান হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহত ফজলু লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আহত ফজলু অভিযোগ করে জানান, বারেক মৃধা গংরা আমাদের ৭ গন্ডা জমি জবরদখল করে ভোগ করে আসছে এবং আমার মায়ের থেকে ৮ শতাংশ জমি দলিল নেওয়ার কথা বলে ৩৭ শতাংশ জমি জাল জালিয়াতি করে নেয়। তার প্রভাবশালী ২০০১ সালে বিএনপি সরকার আমলে আমাদের প্রতি ও এলাকার মানুষের উপর সন্ত্রাসী হামলা চালায়। তারা বিএনপির সন্ত্রাসী হয়েও এখন আবার আমাকে পিটিয়ে পঙ্গু করে দেয়।
অভিযুক্ত বারেক মৃধাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ১৮ /২০২৩
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.