|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘২৩ সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৩
মোঃ আলামিন (নারায়ণগঞ্জ)
১৪ মার্চ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা'২৩। সকাল ৮:৩০ মি. থেকে শুরু হয়ে বেলা প্রায় ১২:৩০ মি. পর্যন্ত চলা প্রতিযোগিতা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বাদাম কুঁড়ানো, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, বেলুন কুঁড়ানো, বস্তা দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ হাউজিং প্রাইভেট কোম্পানি লিমিটেড এর ডিরেক্টর আলহাজ্ব আব্দুল আউয়াল। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন শাখা প্রধান মো: হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ডিরেক্টর সাইয়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হিফজ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল কবির হোসাইন, গার্লস শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মানজুরুর রহমান কুরাইশি, হাজী ফজলুল হক মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম খান লিটন। এ ছাড়াও অন্যান্য অতিথি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মজার আরো দুটি ইভেন্ট ছিলো শিক্ষক ও অভিভাবকদের 'হাড়িভাঙা' এবং শিক্ষিকা ও অভিভাবিকাদের 'পায়ে হেঁটে রাজ্য জয়'। এসময় ছাত্র-শিক্ষক, অতিথি-অভিভাবক সমন্বয়ে এক আনন্দঘন পরিবেশের তৈরি হয়।
পূর্ব ঘোষিত ৪ মার্চ থেকে শুরু হওয়া সাংস্কৃতিক ও ক্রীড়া দশকের দ্বিতীয় অংশ সফলতার সাথে সমাপ্ত হলো। মাদরাসা সংলগ্ন মাঠে তানযীমুল উম্মাহর ছাত্রদের পবিত্র কোরআনের তিলাওয়াত, জাতীয় সংগীত, তানযীম সংগীত ও ইসলামী গানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। সবশেষে আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.