|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৩
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখতে মুক্তাগাছা উপজেলার পৌর এলাকায় দরিচারআনি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) ডিসি ময়মনসিংহ এর নির্দেশনা অনুযায়ী মুক্তাগাছা থানার পুলিশ সদস্যবৃন্দের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময়ে মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ টি দোকানকে ৬০০০ টাকা এবং পাবলিক প্লেসে ধূমপান করায় ধূমপান ও তামাকজাতদ্রব্য ( নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৪(২) ধারায় ২ জনকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম না রাখতে সতর্ক করে দেওয়া হয়।
এই অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাবুল হোসেন মুক্তাগাছা
ময়মনসিংহ প্রতিনিধি
তারিখ :১৪/৩/২০২৩
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.