|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্বাধীনতার ৫৩ বছর পরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে : এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ ও আবুধাবি কেন্দ্রীয় কমিটির আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক আলোচনা সভার আয়োজন করা হয় ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারকে রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
ইমরাদ হোসেন ইমু সভাপতিত্বে এবং নাসির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম,নবনিযুক্ত লেবার কাউন্সিলর হাযরা সাব্বির সহ আরো অনেকেই।
এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন তলাবিহীন ঝুড়ির’ দেশ আখ্যা দেওয়া হয়েছিল। স্বাধীনতার ৫৩ বছর পরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। ৩০ লাখ শহিদের রক্তস্নাত এই বাংলাদেশে যদি সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হয়ে উঠতে না পারে, তাহলে সকল আনন্দই ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ফজলে করিম এমপি।
তিনি আরও বলেন বিলম্বে হলেও আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত। কিন্তু আরও বহুদূর যেতে হবে সত্যিকারের সুখী-সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর আজীবন স্বপ্নের সোনার বাংলারূপে গড়ে তুলতে হলে।
স্বাধীনতা ও জাতীয় দিবস স্বারক সভায় ভিষণ ৪১ বাস্তবায়ন করে ভবিষ্যৎ প্রজন্ম মানুষের মতো মানুষ হিসেবে ৩০ লাখ শহিদের রক্তস্নাত এই মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে দেশ ও প্রবাসে সকল নাগরিকের একসাথে কাজ করার আহ্বান ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.