|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গ্রাউসের উদ্দোগেএবংএএলআরডির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৩
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল ইসলাম উপজেলা সমাজ সেবা অফিসার, হাছিনা জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সহ ৪০ জন কৃষাণী নেত্রী ও কৃষক উপস্থিত ছিলেন। সভার শুরুতেই গ্রাউসের সভাপতি শুভ্রা রুগা সংস্থার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন এবং বলেন গ্রাম উন্নয়ন সংস্থা সংক্ষেপে গ্রাউস ২০০৩ সাল থেকে গ্রামীণ প্রায় তের হাজার হত দরিদ্রতম কৃষক/ কৃষাণীদের কে নিয়ে, বিভিন্ন উন্নয়ন মৃখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ঘোগা ইউনিয়নের পক্ষে শিল্পী বেগম ও জোসনা বেগম তাদের মুষ্টি চাউলের পূঁজি দিয়ে অর্জন গুলো উপস্থাপন করেন। দুল্লা ইউনিয়নের পক্ষে শিউলি বেগম ও জৈয়িতা পুরস্কার প্রাপ্ত মোজেদা বেগম তাদের কেঁচো সার উৎপাদন এর মাধ্যমে সাফল্য গুলো উপস্থাপন করেন। মানকোন ইউনিয়নের পক্ষে হাজেরা খাতুন সবজি উৎপাদন এবং গাভী পালনের মাধ্যমে তাদের কৃষাণী দলের সাফল্য উপস্থাপন করেন। কমলা ম্রং ভৃমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথা উপস্থাপন করেন। তিনি বলেন এএলআরডির সহযোগিতায় পৈত্রিক সম্পত্তি নিয়ে আইনি লড়াই করে যাচ্ছেন। মোঃ সাইয়েদুজ্জামান খোকন নির্বাহী পরিচালক গ্রাউস বলেন আমাদের কৃষি ভিত্তিক কার্যক্রম কুড়িগ্রাম জেলাতেও আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার মাধ্যমে সম্প্রসারণ করা হয়েছে। রাহেলা আক্তার এনিমেটর-গ্রাউস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ধারণা পত্র পাঠ করেন, নারী ও কৃষি এবং নারীর ভৃমি অধিকার এবং সরকারি সেবাপ্রাপ্তি: বর্তমান প্রেক্ষাপট বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। ডাঃ মোঃ বেলায়েত হোসেন বিল্লাল বলেন গ্রাউসের প্রতিটি কার্যক্রম অত্যান্ত চমৎকার। আজকের অনুষ্ঠানে গুনীজনদের সম্মাননা প্রদানের আয়োজন করেছে তার জীবনে এই প্রথম সম্মাননা পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নরেন্দ্র চন্দ্র দাস, শ্রেষ্ঠ লেখক হিসেবে সম্মাননা ক্রেষ্ট পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তরুণ সাংবাদিক এবং কেমেরাম্যান মোঃ বাবুল হোসেন বাবলু শ্রেষ্ঠ চিত্র গ্রাহক হিসেবে / রিনা বেগম এশিয়া মহাদেশের মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য রান্না প্রতিযোগিতায় প্রথম স্থান এবং জোস্না বেগম সেকেন্ড রানার্স আপ হওয়ার সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান বলেন এরবারও যৈইতা পুরস্কার এর জন্য দূই জনের নাম পাঠাবেন এবং মার্তৃত্ব ভাতায় নাম পাঠানোর কৃষাণী নেত্রীরদের কে অনুরুধ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো জহিরুল ইসলাম বলেন তিনি মুক্তাগাছায় নতুন যোগদান করেছেন তিনি গ্রাউস সংস্থার কাজের স্বচ্ছতার এবং অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন ডিজিটাল এর উপকারিতার কারনে এশিয়া মহাদেশের মধ্যে মুক্তাগাছার কৃষাণী প্রথম স্থান অর্জন করতে পেরেছেন। তিনি সমাজসেবা অধিদপ্তর থেকে এই কৃষাণী ঋণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।সভাপতি শুভ্রা রুগা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাস্ত করেন। পাঁচ জন গুনীদের মাঝে সম্মাননা স্বারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.