|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগরে মেডিকেলে চান্স পেলেন ভ্যান চালক পুত্র এমরান
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৩
কমল নগর লক্ষ্মীপুর,
ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পেলেন হতদরিদ্র ভ্যান চালক পুত্র মো.এমরান হোসেন।
এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা হাজির হাট ইউনিয়নের মিয়া পাড়া এলাকার ভ্যান চালক মো.ইউছুফ এর পুত্র। তিনি ডিস্ট্রিবিউটর কোম্পানির ভ্যান চালক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় স্কুল শিক্ষক মো.ইফতেখার মাহমুদ শিবলু বলেন, এমরান খুবই মেধাবী শিক্ষার্থী। সে মেডিকেলে ভর্তির জন্য কোন কোচিং অথবা কারো কাছে প্রাইভেট পড়েনি। সম্পূর্ণ নিজের মেধা, প্রজ্ঞায় মেডিকেলে চান্স পেয়েছে। তার বাবা একজন ভ্যানচালক। এলাকায় তারা খুবই সাঁধাসাঁধে জীবন যাপন করেন। পরিবারে সে একমাত্র ছেলে। তার আরও ৪ বোন রয়েছে। পরিবারে খুব অস্বচ্ছতা বিরাজ করছে।
তিনি আরও বলেন, এমরান উপজেলার হাজির হাট সরকারি মিল্লাত একাডেমি ও লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ পেয়েছে। সে কখনো ঢাকায় যায়নি। এই প্রথম মেডিকেলে পরীক্ষা দিতে গিয়েছে এবং মেধায় অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে। সে কমলনগর তথা আমাদের গর্ব। উপজেলায় অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন। তার ভবিষ্যৎ কামনা করছি।
তার মেডিকেলে চান্স পাওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে। এমরান হচ্ছে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের মডেল, আইকন এবং অনুপ্রেরণা।
এমরান সারাদেশে মেডিকেল চান্স শিক্ষার্থীদের মধ্যে ৪৭৯ তম স্থান অর্জন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস এমরানকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও তার মেডিকেলে পড়তে সবসময় সহযোগিতা রাখবেন। তার ভবিষ্যৎ কামনায় আন্তরিকতা জ্ঞাপন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.