|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারে পরমাণু গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
সাভারের আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। বিকেল ৪টার দিকে হওয়া এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে।
আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়.বিকেলে পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের ভিতরে নির্মাণাধীন দশ তলা ভবনের নয় তলার ছাদ ঢালাই করার সময় নয় তলার ছাদ ধসে পড়ে প্রায় দশ জন নির্মাণ শ্রমিকের উপর। পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.