|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারের সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের মৃত্যুর একযুগ
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
রতন মালাকার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার উপজেলার তুখোড় সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষক প্রয়াত খন্দকার বদিউজ্জামানের ১২ তম মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ।
সাংবাদিক খন্দকার বদিউজ্জামান ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সাংবাদিক বদিউজ্জামান একাধারে যেমন সাংবাদিকতা ও শিক্ষকতায় অবদান রেখেছেন তা অনস্বীকার্য। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে নানাবিধ সমাজসেবা মূলক কাজ করে জনমনে স্থান করে নেন। তিনি তিনি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি, যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় কর্মরত ছিলেন।
তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে একজন সদালাপী ও ন্যায় নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
আজ ১১ ই মার্চ সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের মৃত্যুবার্ষিকীতে শোক জ্ঞাপন করেছেন সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, সহ সভাপতি সাখাওয়াত হাবীব লিটন, সাধারণ সম্পাদক আবু বক্কার, সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রতন মালাকার, দপ্তর সম্পাদক আল মামুন, প্রচার সম্পাদক মোরশেদ মন্ডল সহ মডেল প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.