|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রমজান উপলক্ষে বাজার তদারকি, কুড়িগ্রামে এক চাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকার দন্ড
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আসন্ন রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে ভোক্তা অধিকার, কুড়িগ্রাম এর পক্ষ থেকে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (১১ মার্চ) কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুল আরীফের নির্দেশে কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এ সময় বাজার তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রামের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহ্রিয়ার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, কুড়িগ্রাম চেম্বারের প্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
এসব তদারকি কার্যক্রম পরিচালনা কালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি, বাজারে পন্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার তদারকি কার্যক্রমে অংশ নেয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, রমজান উপলক্ষে এধরনের তদারকি অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.