|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ভোলায় আনন্দ টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
ভোলার লালমোহনে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভি'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে আনন্দ টিভির জেলা প্রতিনিধির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়। পরে আনন্দ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
আনন্দ টিভির ভোলা জেলা প্রতিনিধি এমএ হান্নানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেস বকশি, শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, নির্বাহী সদস্য মোঃ মুশফিক হাওলাদারসহ আরও অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.