|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রীর নামে হোটেল ব্যবসা বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালি ও সমাবেশ
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
চাঁদপুর প্রতিনিধি:
বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রীর নামে হোটেল ব্যবসা বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করে চির সবুজ সোসাইটি অফ বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি বিয়ে বাড়িতে উপহার সামগ্রী উপহারের অর্থ সংগ্রহে একটি টেবিল বসানো হয়। এতে আমন্ত্রিত অতিথিরা সামাজিক অবস্থানের কথা চিন্তা করে বাধ্য হয়ে উপহার সামগ্রী বা অর্থ প্রদান করেন। যা অনেক সময় তাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এমনও হয় ঘরে চাল নাই এখন চাল কিনা জরুরী কিন্তু বিয়ের দাওয়াতে আটকে পড়ে চাল কিনা হয় না। এছাড়া অনেকেই বিভিন্ন এজিও থেকে টাকা উঠিয়ে দাওয়াত খেতে যায়। এসব বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে বিভিন্ন মন্তব্য করেন অনেকে। তাই অতিথিদের দেয়া উপহার সামগ্রী প্রকাশে টেবিল বসিয়ে নয়, গোপনে নেয়ার দাবি জানান বক্তারা। এছাড়াও জামাই বাজার, আড়াইয়া বাজার, ইফতার উপহার ইত্যাদি নামে বেনামে সামাজিক বিভিন্ন অপসংস্কৃতি বন্ধের দাবি জানান তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.