|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় প্রতিপেক্ষর মারপিটে এক নারীসহ ৯ জন আহত
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক নারীসহ ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাফিজ উদ্দিন মাষ্টার, আবু সাদাত পলাশ, হুমায়ুন কবির, মরিয়ম আক্তার, ফাইন বাবু, বাবু শাহ্, শফিকুল ইসলাম, হুমায়ুন এবং মামুন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।
তানইল গ্রামের মৃত ফইম উদ্দিন মন্ডলের ছেলে ভুক্তভোগী হাফিজ উদ্দিন মাষ্টার জানান, তানইল মৌজায় ৫৫৬ নং খতিয়ানের ৪১৫ দাগে ১০ ডে. এবং চকশ্রীকৃষ্ণ মৌজায় ৪০ নং খতিয়ানের ২১৭ দাগে ৪৯ ডে. সম্পত্তি নিয়ে লক্ষীরামপুর গ্রামের প্রতিপক্ষ মৃত সোলেমানের ছেলে হারুন অর রশিদ, মামুনুর রশিদ, মাহতাব, মাসুদ রানা এবং সামছুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদেরকে আহত করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকাবস্থায় বিবাদমান জমিতে তারা চাষাবাদ করে কি করে। ওই বিবাদমান জমি সংক্রান্ত বিরোধে আমাদের পক্ষের মাসুদ রানা, আতাউর রহমান এবং মকবুল হোসেন আহত হয়েছেন। বর্তমানে তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.