|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ -শেখ সাজ্জাদ রশিদ সুমন
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৩
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনের এখানো ৮/৯ মাস বাকী রয়েছে। আমরা ইতিমধ্যেই সংসদের তিনশতটি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। বিগত সময়ে আমরা বিরোধী দলের ভূমিকায় থেকে সরকারকে সঠিক দায়িত্ব পালনে বাধ্য করেছি। ফলে আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা। বর্তমান সরকার এখন স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। বিরোধী দলে থেকেও দেশের উন্নয়নে আমরা কাজ করছি। তাই আমিও স্মার্ট বাংলাদেশের মতো স্মার্ট ফরিদগঞ্জ গড়তে চাই। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের নেতা মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন ভাল মানুষ ছিলেন, তেমনি বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরও শুদ্ধ ও ভাল মানুষ। তার মতো সৎ রাজনৈতিক ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর।
বৃহষ্পতিবার (৯ মার্চ) সকালে ফরিদগঞ্জে অসহায় ও দু:স্থ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ কালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন একথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা পার্টির সভাপদি মাও. আ: রব, জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর শাখার সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্মসম্পাদক মামুন হোসেন রনি, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি অহিদুজ্জামান, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহামুদুল হামান অয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শিবলী আহমেদ সবুজ এবং শেখ সাজ্জাদ রশিদ সুমনের পিএস মাহফুজুর রহমান। আলোচনা শেষে অতিথিবৃন্দ অসহায় ও দু:স্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.