|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন (উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, পিআইও মো. মজনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. বুলবুল , উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.