|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারে পুলিশের হাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৩
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার বিকেলে তাঁর শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মো. জুয়েল প্রকাশ ওরফে সোহেল বরিশাল জেলার মো: জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সাভার উপজেলার রাজফুলবাড়িয়া নগরচর এলাকায় শশুরবাড়িতে থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিলেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই সহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার মো: জালাল উদ্দিনের ছেলে মো. জুয়েল প্রকাশ ওরফে সোহেলকে ২০১৫ সালের একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন ঢাকার একটি বিজ্ঞ আদালত। তার শ্বশুরবাড়ি সাভারের ফুলবাড়িয়ায় থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাঝিকাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নূর মোহাম্মদের পরিচয় হয়। তাকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে বাহরাইনে আত্মগোপনে চলে যায় জুয়েল। ভুক্তভোগী আদালতে মামলা করলে দীর্ঘদিন ওই মামলার সাক্ষ্য প্রমাণের পর এই বছর রায় ঘোষণা করেন আদালত। এরপর থেকেই তিনি পালাতক ছিলেন। পরে গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
সাজাপ্রাপ্ত ওই আসামিকে মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.