|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুক্তাগাছায় সেবা খাতে মানোন্নয়নের লক্ষ্যে সনাক-টিআইবি’র ৪টি কমিটি গঠিত
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৩
মুক্তাগাছা, ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার :
মুক্তাগাছায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক নতুন ৪টি ‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ’ এসিজি কমিটি গঠন করা হয়েছে। রসুলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র, পদুরবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্র, নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়- কান্দিগাঁও এবং ঘাটুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে উক্ত কমিটিগুলো গঠন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি- ৭ মার্চ ২০২৩ সময়কালে এগুলো গঠন করা হয়।
জানা যায়, সনাক-টিআইবি মুক্তাগাছা ২০২২ সাল থেকে প্যাক্টা প্রকল্পের আওতায় উপজেলা শিক্ষা অফিস, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবার মান বৃদ্ধির জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এই কার্যক্রম উপজেলার প্রান্তিক এলাকায় প্রতিষ্ঠিত উপ-স্বাস্থ্য কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে উক্ত কমিটিগুলো গঠন করেছে। ২০২২ সালে গঠিত ৪টি এসিজি কমিটির ন্যায় ২০২৩ সালে গঠিত নতুন ৪টি কমিটিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভার মাধ্যমে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করবে। চিহ্নিত সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা পরিচালনা করবে। এর ফলে সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা পথ তৈরী হবে এবং সুশাসনের সংস্কৃতি শক্তিশালী হবে। প্রতিটি কমিটিতে ১১-১৭ সদস্যবিশিষ্ট সদস্য রয়েছে। যেখানে ৪০ শতাংশ নারী এবং ১৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। প্রতিটিতে ৩ সদস্য বিশিষ্ট নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। যেখানে ১ জন সমন্বয়ক ও ২ জন সহ-সমন্বয়ক রয়েছে। সহ-সমন্বয়কের মধ্যে অবশ্যই ১ জন নারী নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এছাড়া ২টি কমিটিতে সমন্বয়ক হিসেবে নারী রয়েছে। সনাক সদস্য মুহাম্মদ মুজাহিদুর রহমান, এম ইদ্রিছ আলী, হেলাল উদ্দিন নয়ন, এবিএম জাহাঙ্গীর সেলিম ও আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে উক্ত কমিটিগুলো গঠন করা হয়। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন । ইয়েস সদস্যগণ উক্ত কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.