|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূবাইলে ৪টি প্রতিষ্ঠানকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৩
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এবং করমাতলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ মার্চ) দুপুরে পূবাইলের মাজুখান ও করমতলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এ জরিমানা করা হয়।
র্যাব-১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এসপি) নোমান আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধির নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, লাইসেন্স বিহীন মোড়ক জাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ, বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ (১) ও ৩২ (২)/(১) এবং বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ (১) ধারাা মোতাবেক
১) “মেসার্স ফাহিম মিলস্” এর স্বত্বাধিকারী মানিক চন্দ্র রায় (৩৬), গাজীপুর’কে ১,৫০,০০০/- টাকা, ২) “সততা বেকারী এন্ড কনফেকশনালী” এর স্বত্বাধিকারী মোঃ আজহার মিয়া (৫১), গাজীপুর’কে ১,০০,০০০/- টাকা, ৩) “বাছির শাহ্ ফুডস্” এর স্বত্বাধিকারী মোঃ প্রভাত চৌধুরী (৩২), গাজীপুর’কে ৫০০০০ হাজার টাকা এবং ৪) “নিউ আনন্দ বেকারী” এর স্বত্বাধিকারী মাসুদ রানা (২৯), গাজীপুর’কে ৫০০০০ টাকাসহ সর্বমোট ৩,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.