|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নির্বাচনে না এলে সংকটে পড়বে বিএনপি : ডেপুটি স্পীকার
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৩
বর্তমান সরকারের অধীনে সংবিধান অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কিন্তু কোন রাজনৈতিক দল নিজেদের সমস্যার কারণে নির্বাচনে অংশ গ্রহণ না করলে নির্বাচন বন্ধ হবে না বা সরকার কোন সংকটে পড়বে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু।
গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শামসুল হক টুকু এসময় আরও বলেন, আগামী নির্বাচন উপলক্ষে বিশ্বের কোন দেশের চাপ নেই। এদেশের নির্বাচনে বিদেশীরা নির্বাচন নিয়ে পরামর্শ দিতে পারে কিন্তু অন্য বিষয়ে কথা বলতে পারে না।
বিএনপি যদি আগামী নির্বাচনে অংশ গ্রহণ না করে তাহলে তারা সংকটে পড়বে ও ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে তিনি আরও বলেন,বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন করার ক্ষেত্রে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.